ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

অবৈধ স্থাপনা উচ্ছেদে আগারগাঁও-তালতলায় ডিএনসিসির অভিযান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৩ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৯
অবৈধ স্থাপনা উচ্ছেদে আগারগাঁও-তালতলায় ডিএনসিসির অভিযান

ঢাকা: অবৈধ স্থাপনা উচ্ছেদে রাজধানীর আগারগাঁও-তালতলা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

সোমবার (২৮ অক্টোবর) দুপুরে এ আদালত পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন ডিএনসিসির অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ হোসেন।

 

এসময় আগারগাঁও থেকে তালতলা সড়ক, তালতলা থেকে বিজ্ঞান জাদুঘর সড়ক এবং আগারগাঁও থেকে শ্যামলী সড়কে অভিযান পরিচালিত হয়।  

অভিযানকালে ফুটপাত ও সড়কে অবৈধভাবে নির্মিত প্রায় ১৮০টি টং দোকান ও অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করা হয়।

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৯
এসএইচএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।