সোমবার (২৮ অক্টোবর) উপজেলার ধূলিহর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহারা খাতুন উপজেলার পূর্ব দ্বীপেশ্বর গ্রামের সুজন মিয়ার মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মামার বাসা থেকে বের হয়ে টমটমে করে নিজ বাসা নতুন বাজারে ফিরছিল শাহারা। পথে ধূলিহর এলাকায় পৌঁছালে টমটম থেকে ছিটকে পড়ে যায় সে। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। দুপুরে সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
বাংলাদেশ সময়: ১৮০০ ঘন্টা, অক্টোবর ২৮, ২০১৯
আরএ