ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

প্রথমবারের মতো দেশে ‘রেডিও সং ফেস্টিভ্যাল’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৫ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৯
প্রথমবারের মতো দেশে ‘রেডিও সং ফেস্টিভ্যাল’ ফেস্টিভ্যাল নিয়ে সংবাদিকদের বলছেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, পাশে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ

ঢাকা: দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘রেডিও সং ফেস্টিভ্যাল এশিয়া ২০১৯’। আগামী ২৯ অক্টোবর (মঙ্গলবার) থেকে তিন দিনব্যাপী এ ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।

সোমবার (২৮ অক্টোবর) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সাংবাদিকদের একথা জানান প্রতিমন্ত্রী।  

ডা. মুরাদ হাসান বলেন, এশিয়া প্যাসিফিক ব্রডকাস্টিং ইউনিয়ন (এবিইউ) আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশে।

এই প্রথম বাংলাদেশ ভেন্যু হিসাবে নির্বাচিত হয়েছে।  

২৯ অক্টোবর সকাল ১০টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে রেডিও সং ফেস্টিভ্যালের উদ্বোধন অনুষ্ঠান হবে। টানা তিনদিন এই অনুষ্ঠান চলবে। এ সময় বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম এবং আলোচনা অনুষ্ঠিত হবে। সম্মেলনে ২৫টি দেশ থেকে প্রায় ৬৪ জন ব্যক্তি যারা রেডিওখাতে কাজ করেন তারা অংশ নেবেন।  

তথ্য প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ বেতার আন্তর্জাতিক এই সম্মেলনটি সার্বিকভাবে সফল করার উদ্দেশ্যে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আন্তর্জাতিক সেমিনার যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেই লক্ষ্যে বাংলাদেশ টেলিভিশনও কাজ করে যাচ্ছে।  

তিনি আরো বলেন, আমাদের মূল কথা হচ্ছে সারা বিশ্বের একটি অত্যন্ত শক্তিশালী গণমাধ্যম বেতার। বাংলাদেশের এই গণমাধ্যমকে বিশ্বমানের করতে চাই। বিশ্বের উন্নত দেশগুলোতে রেডিওকে কীভাবে আরো বেশি মানুষের কাছে নিয়ে যাচ্ছে সেই বিষয়গুলো নিয়ে আমরা আমাদের অভিজ্ঞতা বিনিময় করবো।  

বাংলাদেশ বেতারের নিজস্ব ঐতিহ্যের কথা উল্লেখ করে তিনি বলেন, আমাদের বেতারের নিজস্ব ঐতিহ্য রয়েছে, আমরা সেই ঐতিহ্য ফিরিয়ে আনতে চাই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ মার্চের ভাষণের মাধ্যমে মুক্তিযুদ্ধের চূড়ান্ত নির্দেশনা দেন। সেই ভাষণের প্রচারমাধ্যমও ছিল কিন্তু বেতার। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র এবং বাংলাদেশ বেতারের ইতিহাস সেটি আমরা বিশ্বের কাছে তুলে ধরতে চাই। সুতরাং আন্তর্জাতিক এ সম্মেলন সফল করতে সরকারি এবং বেসরকারি সব গণমাধ্যমের সহযোগিতা কামনা করছি।  

সংবাদ সম্মেলনে তথ্য প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৯ 
আরকেআর/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।