ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

অস্ট্রেলিয়া-বাংলাদেশ বাণিজ্য কাউন্সিল ১৩-১৫ নভেম্বর

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩০ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৯
অস্ট্রেলিয়া-বাংলাদেশ বাণিজ্য কাউন্সিল ১৩-১৫ নভেম্বর

ঢাকা: সিডনিতে এ মাসের ১৩ থেকে ১৫ নভেম্বর অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়া-বাংলাদেশ বাণিজ্য কাউন্সিল। এতে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির নেতৃত্বে একটি প্রতিনিধি দল যোগ দিতে যাচ্ছে। কাউন্সিলটি বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যকার বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ বৃদ্ধির বিষয়ে আলোচনা করতে সাহায্য করবে।

বৃহস্পতিবার (০৭ নভেম্বর) অস্ট্রেলিয়ার বাংলাদেশ হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

অস্ট্রেলিয়া-বাংলাদেশ বাণিজ্য কাউন্সিল সামনে রেখে ইতোমধ্যেই ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার জুলিয়া নিবলেট বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন।

তারা দু’জনে বাণিজ্য বাড়াতে কি কি কার্যকর উপায় আছে তা নিয়ে আলোচনা করেন।

এছাড়া বাংলাদেশি ব্যবসায়ী এবং প্রতিনিধি দল যারা বাণিজ্য কাউন্সিলে অংশ নিতে যাচ্ছেন তাদের সঙ্গে মতবিনিময় করেছেন অস্ট্রেলিয়ান হাইকমিশনার।

অস্ট্রেলিয়ার হাইকমিশনার বলেছেন, অস্ট্রেলিয়া এবং বাংলাদেশের দ্বিমুখী বাণিজ্য গত এক বছরে ২ দশমিক ৪৪ বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারে পৌঁছেছে। এছাড়া যথেষ্ট সুযোগ রয়েছে দু’পক্ষের জন্যই এই উন্নয়ন আরও বাড়ানোর।  নারীদের দক্ষতা, বিচারশক্তি এবং নেটওয়ার্কিং বাংলাদেশের ব্যবসা সমৃদ্ধ করতে সাহায্য করছে।

বাংলাদেশ অস্ট্রেলিয়ায় তৈরি পোশাক, চামড়াজাত পণ্য, জুতা, প্রক্রিয়াজাত খাবার এবং পাট রপ্তানি করে। অস্ট্রেলিয়া প্রধানত বাংলাদেশে রপ্তানি করে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের জন্য তুলা, দুগ্ধজাত পণ্য, মশুরের ডাল এবং অন্যান্য সেবা।

বাংলাদেশ সময়: ১৪২৯ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৯
টিআর/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।