ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

মাজার রোডে ৩৫ কেজি গাঁজাসহ আটক ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৮ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৯
মাজার রোডে ৩৫ কেজি গাঁজাসহ আটক ৩

ঢাকা: রাজধানীর মিরপুর দারুস সালামের মাজার রোড থেকে ৩৫ কেজি গাঁজাসহ ৩ মাদকবিক্রেতাকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‍্যাব)।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) র‌্যাব-৪ এর অপারেশন অফিসার, সিনিয়র সহকারী পুলিশ সুপার সাজেদুল ইসলাম সজল বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন। আটকরা হলেন- খুরশেদ আলম (৪৫),  ওমর আলী (৪২) ও শাহীন আহম্মেদ (৩৮)।

র‍্যাব কর্মকর্তা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সাড়ে ৩টায় র‍্যাব-৪-এর একটি দল মিরপুর দারুস সালামের গাবতলী মাজার রোড এলাকায় অভিযান চালায়। এ সময় ৩৫ কেজি গাঁজা,  নগদ ২৮ হাজার টাকা ও প্রাইভেটকারসহ তিন মাদকবিক্রেতাকে আটক করা হয়।

র‍্যাব জানায়, আসামিরা পরস্পরের যোগসাজশে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে থাকে। পরে ঢাকার সাভার, আশুলিয়া, ধামরাইসহ বিভিন্ন এলাকায় পাইকারিতে বিক্রি করে। আটকদের বিরুদ্ধে  আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানায় র‍্যাব।  

বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, ০৭ নভেম্বর, ২০১৯
এমএমআই/এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।