ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

রাজনগরে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৯
রাজনগরে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

মৌলভীবাজার: মৌলভীবাজারের রাজনগর উপজেলায় মেয়াদোত্তীর্ণ ওষুধ ও খাদ্যপণ্য বিক্রি করায় দুই ব্যবসা প্রতিষ্ঠানকে আট হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (০৭ নভেম্বর) দুপুরে টেংরাবাজার, বাগান রোড ও তার আশপাশের এলাকার বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়।
 
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. ফখরুল ইসলাম, বিভাগীয় কার্যালয় সিলেটের তত্ত্বাবধানে মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিনের নেতৃত্বে অভিযানে সহযোগিতা করেন রাজনগর থানা পুলিশ।


 
অভিযানকালে টেংরাবাজারে অবস্থিত সরদার শাহ ভেরাইটিজ স্টোরকে ৫ হাজার টাকা, বাগান রোডে অবস্থিত জিএন ফার্মেসিকে ৩ হাজার টাকাসহ মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
 
সহকারী পরিচালক মো. আল-আমিন বলেন, ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোতে মূল্য তালিকা না রাখা, মেয়াদোত্তীর্ণ ওষুধ, খাদ্যপণ্য ও প্রসাধনী বিক্রি করাসহ বিভিন্ন অপরাধে এসব জরিমানা করা হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৯
বিবিবি/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।