ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

খোকার মরদেহে শ্রদ্ধা জানালেন মেয়র সাঈদ খোকন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪০ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৯
খোকার মরদেহে শ্রদ্ধা জানালেন মেয়র সাঈদ খোকন

ঢাকা: অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার মরদেহে শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন।

বৃহস্পতিবার (৭ নভেম্বর)  বিকেল ৩টায় নগর ভবন প্রাঙ্গণে সাদেক হোসেন খোকার মরদেহ নেওয়া হয়। সে সময় সাবেক এ মেয়রের মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সাঈদ খোকন।

 

এছাড়া সাবেক ও বর্তমান কাউন্সিলর, করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ ইমদাদুল হক, বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রধান, অন্যান্য কর্মকর্তা-কর্মচারীসহ বিপুল সংখ্যক মানুষ এ সময় খোকার মরদেহে শ্রদ্ধা জানান।  

নগর ভবন প্রাঙ্গনে জানাজা শুরুর আগে মেয়র সাঈদ খোকন নগরবাসীর উন্নয়নে মরহুম সাদেক হোসেন খোকার বিভিন্ন অবদানের কথা উল্লেখ করে বলেন, দেশবাসী তার এ অবদানের কথা স্মরণ করবে। সাঈদ খোকন মরহুমের রুহের মাগফিরাত কামনা ও তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।  

জানাজায় মেয়র সাঈদ খোকনের সঙ্গে সাদেক হোসেন খোকার দুই ছেলে ইসরাক হোসেন ও ইসরাফ হোসেন, সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা কাজী আবুল বাশার, বিএনপি নেতা এমরান সালেহ প্রিন্স, ডিএসসিসির বর্তমান কাউন্সিলররা, নগর ভবনের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী ও অন্যান্য লোকজন শরীক হন।

বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা,  নভেম্বর ০৭, ২০১৯
এমএইচ/এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।