ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

কমলনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫০ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৯
কমলনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. সামির (১০) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (০৭ নভেম্বর) দুপুরে উপজেলার চরফলকন গ্রামে এ দুর্ঘটনা ঘটে। সামির একই গ্রামের হেদায়েত উল্যার ছেলে ও স্থানীয় হাজিরহাট আইডিয়াল কিন্ডার গার্টেনের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয়রা জানান, দুপুরে বসত-ঘরের চালায় উঠে সামির। এসময় অসাবধানতাবশত পাশের বিদ্যুতের তারের সঙ্গে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  

কমলনগর উপজেলার চরফলকন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হারুনুর রশিদ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৯
এসআর/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।