ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

বান্দরবান-চট্টগ্রাম সড়কে বাস বিকল, যোগাযোগ বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৪ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৯
বান্দরবান-চট্টগ্রাম সড়কে বাস বিকল, যোগাযোগ বন্ধ

বান্দরবান: বান্দরবান- চট্টগ্রাম সড়কের রেইচা এলাকার থলিপাড়ার মুখে সড়কে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে বিকল হয়ে গেছে। ফলে চট্টগ্রামের সঙ্গে বান্দরবানের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। 

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বান্দরবান থেকে একটি যাত্রীবাহী বাস রেইচা এলাকার থলিপাড়ার মুখ অতিক্রম করার সময় বাসের চাকা খাদে পড়ে বাসটি নষ্ট হয়ে যায়।

আর এরপরই বান্দরবান কেরাণীহাট সড়কের উভয় পাশে অসংখ্য যানবাহন আটকে যায়। ফলে বান্দরবানের সঙ্গে চট্টগ্রামের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়।  

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) এনামুল হক ভুইয়া জানান, যাত্রীবাহী বাসটি রেইচা এলাকার থলিপাড়ার মুখ অতিক্রম করার সময় নির্মাণীধীন ব্রিজ পার হতে গিয়ে ছিটকে খাদে পড়ে যায়। আর এরপরই বান্দরবানের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।

তিনি আরো জানান, আমরা এ ব্যাপারে তদারকি করছি। আশা করি দ্রুত সময়ে যান চলাচল স্বাভাবিক হবে।

বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।