ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

যৌন নির্যাতন প্রতিরোধে যুগোপযোগী আইন দরকার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৯ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৯
যৌন নির্যাতন প্রতিরোধে যুগোপযোগী আইন দরকার

ঢাকা: যৌন নির্যাতন ও সহিংসতা প্রতিরোধে হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে একটি যুগোপযোগী আইন প্রণয়নের ওপর গুরুত্ব দিয়েছে ‘বাল্যবিবাহ ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ’ সাব-কমিটি।

বৃহস্পতিবার (০৭ নভেম্বর) এ সাব-কমিটির ১৪তম সভায় সংশ্লিষ্ট আইনে গুরুত্বারোপ করা হয়। সাব-কমিটির আহ্বায়ক এবং মহিলা ও শিশু বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ এতে সভায় সভাপতিত্ব করেন।

সংসদ সচিবালয়ের ০২ নম্বর স্থায়ী কমিটি কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। পরে জাতীয় সংসদ সচিবালয় প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) অর্থায়নে বাংলাদেশ জাতীয় সংসদের বাস্তবায়নাধীন ‘স্ট্রেংথেনিং পার্লামেন্টস ক্যাপাসিটি ইন পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ইস্যুজ (এসপিসিপিডি)’ শীর্ষক প্রকল্পের আওতায় গঠিত ‘বাল্যবিবাহ ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ’ সাব-কমিটির সদস্য শিরীন আখতার, আরমা দত্ত, নাহিদ ইজাহার খান ও আদিবা আনজুম মিতা সভায় অংশগ্রহণ করেন।

সভার শুরুতেই আহ্বায়ক মেহের আফরোজ ‘ভ্যাকসিন হিরো’ সম্মাননা অর্জনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান।

সভায় বাল্যবিবাহ ও জেন্ডারভিত্তিক সহিংসতা রোধে স্থানীয় পর্যায়ে গড়ে ওঠা সামাজিক আন্দোলনকে জোরদার করা, যৌন নির্যাতন ও সহিংসতা প্রতিরোধে হাইকোর্টের যে নির্দেশনা রয়েছে, তার সঠিক বাস্তবায়নের লক্ষ্যে একটি যুগোপযোগী আইন প্রণয়নের উদ্যোগ গ্রহণ এবং বাল্যবিবাহ, নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে করণীয় সম্পর্কে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।

সভায় নারী ও শিশু কন্যার প্রতি সহিংসতা ও যৌন হয়রানী প্রতিরোধের বিষয়ে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সঙ্গে পরামর্শ সভা করার বিষয়েও আলোচনা হয়।

বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৯
এসকে/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।