ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

আড়াইহাজারে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪২ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৯
আড়াইহাজারে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে পানিতে ডুবে সাদিয়া আক্তার (৬) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে । 

বৃহস্পতিবার (৭ নভেম্বর) উপজেলার গোপালদী পৌড়সভার মোল্লার চর গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, তিন-চারদিন আগে সাদিয়ার মা হ্যাপি আক্তার তার মেয়েকে নিয়ে স্বামীর বাড়ি নরসিংদী সদর উপজেলার চরভাসানিয়া থেকে বাবার বাড়ি মোল্লার চর বেড়াতে আসেন।

বৃহস্পতিবার সকাল ১০টার পর সাদিয়াকে অনেক খোঁজাখুজি করেও পাওয়া যায়নি। বাড়ির পাশে থাকা পুকুরে পড়তে পারে, শিশুটির নানা দেলোয়ারের এমন সন্দেহ হলে আড়াইহাজারের ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে পুকুর থেকে সাদিয়ার মরদেহ উদ্ধার করেন।

এ ব্যাপারে গোপালদী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নাসির বাংলানিউজকে বলেন, পুকুর পাড়ে হাঁটতে গিয়ে পানিতে পড়ে শিশুটির মৃত্যু হয়েছে।

বাংলাদেশ সময়: ২২৪০ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৯
এবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।