ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

মধুপুরে গারো তারুণ্যের ‘আ.বিমা ফেস্টিভ্যাল’

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৩ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৯
মধুপুরে গারো তারুণ্যের ‘আ.বিমা ফেস্টিভ্যাল’

মধুপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের মধুপুর বনাঞ্চলে বসবাসকারী নিজেদের আদিবাসী দাবি করা ক্ষুদ্র গারো নৃগোষ্ঠীর তরুণরা ‘আ.বিমা ফেস্টিভ্যাল’ উৎসব পালন করছে।

শুক্রবার (০৮ নভেম্বর) দিনব্যাপী বনাঞ্চল বেরীবাইদ ইউনিয়নের জাঙ্গালিয়া সাধ্বী তেরেজা প্রাথমিক বিদ্যালয় মাঠে এ উৎসব অনুষ্ঠিত হচ্ছে।

‘শেকড়ের খোঁজে প্রজন্মের মেলবন্ধন’ স্লোগানে গারো তরুণদের আ.বিমা (মধুপুরের বনকে গারোরা তাদের মাতৃভূমি বা আ.বিমা বলে) ফেস্টিভ্যালে বসেছে মিলন মেলা।

 

এতে আলোচনা পর্ব ছাড়াও সাংস্কৃতিক পর্বে গারো পালাগান- রে রে, ব্যান্ড সংগীত, গারো নৃত্য, ক্রীড়া ও ভোজন পর্বের আয়োজন রয়েছে।  

রাজধানীর গারো কালচারাল একাডেমির শিল্পীদের নৃত্য পরিবেশিত হবে। ব্যান্ড সংগীত পরিবেশন করবে গারো তরুণদের গড়া আ.চিক ব্লুজ (গারো তারুণ্যের নীল আকাশ)।

আয়োজক তরুণদের অন্যতম লিয়াং রিছিল বাংলানিউজকে জানান, গারো সংস্কৃতি বাঁচিয়ে রাখা ও নতুন প্রজন্মের মধ্যে তার চর্চার আগ্রহ বাড়াতে তাদের এমন আয়োজন। এ আয়োজনে জাতীয় সংসদের যুব ও ক্রীড়া এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য ময়মনসিংহ-১ (হালুয়াঘাট) আসনের সংসদ সদস্য জুয়েল আরেং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। অনুষ্ঠানটি সভাপতিত্ব করবেন পিউস রেমা সং নক্মা।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।