ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৭ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৯
নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

নরসিংদী: নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে গৌবিন্দ চন্দ্র দাস (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (৮ নভেম্বর) সকালে পুরানপাড়া রেলব্রিজের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত গৌবিন্দ সোনারগাঁও এর বারদী এলাকার বলাই চন্দ্র দাসের ছেলে। তিনি বারদী বাজারে স্বর্ণের দোকানে কাজ করতেন।

বৃহস্পতিবার তিনি নরসিংদীতে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনর্চাজ ফিরোজ আহমেদ বলেন, শুক্রবার সকালে পুরানপাড়া রেলব্রিজের পূর্ব পাশের রেললাইনে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে তিন খণ্ড হওয়া মরদেহ উদ্ধার করে নরসিংদী রেলওয়ে পুলিশ। ঘটনাস্থলে একটি মোবাইল ফোন পাওয়া যায়। সেটি থেকে একাধিক নম্বরে ফোন দিয়ে নিহত স্বজনদের খোঁজ পাওয়া যায়।  

নরসিংদী সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, সকালে ঢাকার উদ্দেশে তিনটি ট্রেন চলাচল করেছে। গৌবিন্দ কোন ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন তা জানা যায়নি। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে।

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।