ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

আদিতমারীতে অবৈধ বালু উত্তোলনের দায়ে যুবকের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৬ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৯
আদিতমারীতে অবৈধ বালু উত্তোলনের দায়ে যুবকের কারাদণ্ড ড্রেজার মেশিন। ছবি: বাংলানিউজ

লালমনিরহাট: লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ড্রেজার মেশিনে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে হামিদুল হক (৩০) নামে এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ  আদালত।

শুক্রবার (০৮ নভেম্বর) বিকেলে এ আদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মনসুর উদ্দিন।  

সাজাপ্রাপ্ত হামিদুল হক লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের কর্ণপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।

আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, একটি প্রভাবশালী চক্র উপজেলার দুর্গাপুর ইউনিয়নের উত্তর গোবদা, ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারী ও কমলাবাড়ি ইউনিয়নের হাজিগঞ্জ গ্রামে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছে। এমন খবরের ভিত্তিতে আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মনসুর উদ্দিন থানা পুলিশ নিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ সময় উত্তর গোবদা গ্রামে মেশিন চালানোর সময় হাতেনাতে হামিদুল হককে আটক করে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।  

এর পর ভেলাবাড়ি ফলিমারী ও কমলাবাড়ির হাজিগঞ্জে অভিযান চালালে বালু উত্তোলনকারী চক্রটি ড্রেজার মেশিন ফেলে পালিয়ে যায়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে পুলিশ স্থানীয়দের সহায়তায় দুইটি  মেশিনসহ পাইপ ভেঙে গুড়িয়ে দেয়।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, সাজাপ্রাপ্ত হামিদুলকে সন্ধ্যায় লালমনিরহাট কারাগারে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘন্টা, নভেম্বর ০৮, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।