ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ধামরাইয়ে পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০১ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৯
ধামরাইয়ে পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

ধামরাই (ঢাকা): ঢাকার ধামরাইয়ে পানিতে ডুবে হিমেল (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

শুক্রবার (০৮ নভেম্বর) বিকেলে ধামরাই সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের পশ্চিম পাশের বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত হিমেল ধামরাই পৌরসভার মলয়ঘাট এলাকার রজ্জব আলীর ছেলে।

সে পৌরসভার দক্ষিণপাড়া এলাকার নানার বাড়িতে থেকে ধামরাই পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণিতে পড়তো।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ধামরাই সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের পশ্চিম পাশের একটি বিলে গোসল করতে যায় হিমেল ও তার ক’জন বন্ধু। এসময় হিমেল বিলের পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা খোঁজাখুজির পর বিকেলে তার মরদেহ উদ্ধার করে।

এ ব্যাপারে ধামরাই থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বাংলানিউজকে বলেন, পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় নিহত শিক্ষার্থীর মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।