ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ঘূর্ণিঝড় ‘বুলবুল’ মোকাবিলায় তথ্য সংগ্রহে কন্ট্রোল রুম

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৪ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৯
ঘূর্ণিঝড় ‘বুলবুল’ মোকাবিলায় তথ্য সংগ্রহে কন্ট্রোল রুম

ঢাকা: ঘূর্ণিঝড় ‘বুলবুল’ মোকাবিলায় জেলা পর্যায়ে এরইমধ্যে সব প্রস্তুতি নেওয়া সম্পন্ন করেছে পানি সম্পদ মন্ত্রণালয়।

দুর্যোগকালীন সময়ে কর্মকর্তাসহ সবার ছুটি বাতিল করা হয়েছে এবং নিজ নিজ কর্মস্থলে দুর্যোগ মোকাবিলায় অংশগ্রহণ করতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আসিফ আহমেদ।

এছাড়াও ২টি কন্ট্রোল রুম খোলা হয়েছে।

 

পানি সম্পদ মন্ত্রণালয়ের কন্টোল রুম নম্বর- ০১৩১৮ ২৩৪৫৬০ এবং পানি উন্নয়ন বোর্ডে কেন্দ্রীয় কন্ট্রোল রুম নম্বর- ০১৫৫২ ৩৫৩৪৩৩।

ঘূর্ণিঝড় ‘বুলবুল’র প্রভাবে মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে ৭ নম্বর এবং চট্টগ্রাম সমুদ্র বন্দরে ৬ নম্বর বিপদ সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর। তবে কক্সবাজারে ৪ নম্বর সংকেত অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৯
এমআইএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।