শনিবার (০৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সোনাগাজীর মায়মুন আরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গেলে সেখানে আশ্রয় নেওয়া স্থানীয়রা এ অভিযোগ করেন।
তারা বলেন, বিকেল সাড়ে ৫টায় তাদের এ আশ্রয় কেন্দ্রে আনা হয়েছে।
আশ্রয়কেন্দ্রে আসা প্রিয়া বালা নামের এক নারী বাংলানিউজকে জানান, আশ্রয়কেন্দ্রে এনে রাখা হলেও তাদের এখনও পর্যন্ত কোনো খাবার দেওয়া হয়নি।
এ বিষয়ে ফেনী জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান বলেন, পর্যাপ্ত পরিমাণে খাবার মজুদ রয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যেই আশ্রয় নেওয়াদের খাবার দেওয়া হবে। এ ব্যাপারে সচেষ্ট রয়েছে জেলা প্রশাসন।
তিনি আরো জানান, ৩৮টি আশ্রয়কেন্দ্রে সাড়ে ১৫ হাজার মানুষকে নিরাপদে স্থানান্তর করা হয়েছে। তাদের সবার জন্যই খাবারের ব্যবস্থা রয়েছে।
বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৯
এসএইচডি/কেএসডি/