ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

আশ্রয় কেন্দ্রে ত্রাণ না পাওয়ার অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১১ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৯
আশ্রয় কেন্দ্রে ত্রাণ না পাওয়ার অভিযোগ আশ্রয় কেন্দ্রগুলোতে ত্রাণ না পাওয়ার অভিযোগ। ছবি: বাংলানিউজ 

ফেনী: ঘূর্ণিঝড় বুলবুলের আঘাত থেকে প্রাণরক্ষায় ফেনীর সোনাগাজীতে আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্রয় নেওয়া লোকজন ত্রাণ না পাওয়ার অভিযোগ করেছেন। 

শনিবার (০৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সোনাগাজীর মায়মুন আরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গেলে সেখানে আশ্রয় নেওয়া স্থানীয়রা এ অভিযোগ করেন।
 
তারা বলেন, বিকেল সাড়ে ৫টায় তাদের এ আশ্রয় কেন্দ্রে আনা হয়েছে।

তবে সন্ধ্যা ৭টা পর্যন্ত কোনো খাবার ও পানি দেওয়া হয়নি।  

আশ্রয়কেন্দ্রে আসা প্রিয়া বালা নামের এক নারী বাংলানিউজকে জানান, আশ্রয়কেন্দ্রে এনে রাখা হলেও তাদের এখনও পর্যন্ত কোনো খাবার দেওয়া হয়নি।  

এ বিষয়ে ফেনী জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান বলেন, পর্যাপ্ত পরিমাণে খাবার মজুদ রয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যেই আশ্রয় নেওয়াদের খাবার দেওয়া হবে। এ ব্যাপারে সচেষ্ট রয়েছে জেলা প্রশাসন।  

তিনি আরো জানান, ৩৮টি আশ্রয়কেন্দ্রে সাড়ে ১৫ হাজার মানুষকে নিরাপদে স্থানান্তর করা হয়েছে। তাদের সবার জন্যই খাবারের ব্যবস্থা রয়েছে।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৯
এসএইচডি/কেএসডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।