অন্যদিকে চরফ্যাশনের অপর একটি মাছ ধরা ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে ১৪ মাঝি-মাল্লাসহ ট্রলারটি হাতিয়ার সাগর মোহনায় চরে আটকা রয়েছে।
শনিবার (৯ নভেম্বর) রাত সাড়ে ৮টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তারা দুর্যোগপূর্ণ আবহাওয়ায় চরম ঝুঁকির মধ্যে রয়েছে।
চরফ্যাশনের হাজারিগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান সোলায়মান হাওলাদার জানান, তার ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নুর ইসলাম মাঝির ট্রলার ১৭ মাঝি মাল্লা নিয়ে শুক্রবার রাতে ঢালচরের সাগর মোহনায় রাক্ষুসিয়া এলাকায় ডুবে যায়। পরে অন্য ট্রলারের সহায়তায় উদ্ধার হয় মাঝি-মাল্লারা।
এছাড়া চরফ্যাশনের হাজারিগঞ্জ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দুলাল মাঝির ট্রলার হাতিয়ার সাগর মোহনায় মাছ ধরতে যায়। ওই ট্রলারের দুলাল মাঝি জানান, তারা তিন দিন আগে মাছ ধরতে যান। কিন্তু হঠাৎ করে তাদের ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে সাগর মোহনার ঠেঙ্গার চর এলাকায় আটকে আছে।
ওই ট্রলারের জেলেরা হলো- মো. ছাদেক, মনির, রোকমান, বেলায়েত হোসেন, মশু মাঝি, শাহে আলম, আবদুর রশিদ, ওবায়দুল্লা, সোহেল, আবদুল মন্নান মৃধা, সানাউল্লা মাঝি, দিন মোহাম্মদ, দুলাল মাঝি, হাবিবুল্লাহ। তাদের উদ্ধারে কোস্টগার্ডের সাহায্য কামনা করেছেন তারা।
এ ব্যাপারে শশিভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির জানান, এ ব্যাপারটি তিনি অবগত নন।
বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৯
আরএ