ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

ভোলায় ঝড়ে ২০ ঘর বিধ্বস্ত, আহত ১০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩০ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৯
ভোলায় ঝড়ে ২০ ঘর বিধ্বস্ত, আহত ১০

ভোলা: ভোলায় ঝড়ো বাতাসে ২০ ঘর বিধ্বস্ত হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ১০জন। এদের চরফ্যাশন ও লালমোহন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (৯ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে লালমোহনম উপজেলার চর পেয়ারীমোহন গ্রামে এ ঘটনা ঘটে।

লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হোসেন রুমি বাংলানিউজকে জানান, ‘বুলবুল’র প্রভাবে ঝড়ে লালমোহন ও চরফ্যাশন উপজেলায় প্রায় ২০টি ঘর বিধ্বস্ত হয়েছে।

এতে ১০ জন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি বলেন, উপজেলার ১৫০টি আশ্রয়কেন্দ্রে এখন পর্যন্ত দেড় লাখ মানুষকে আনা হয়েছে। রাতে ওই সব মানুষকে শুকনো খাবার সরবরাহ করা হয়েছে। এছাড়াও ঝড় মোকাবিলায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। এদিকে ঝড়ের প্রভাবে জেলাজুড়ে কখনও ঝড়ো বাতাস আবার কখনও বৃষ্টিপাত হচ্ছে। রাত সোয়া ১০টা পর্যন্ত জেলায় ৪০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।  

বাংলাদেশ সময়: ০০২৩ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৯
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।