ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

‘বুলবুল’ দুর্গতদের জন্য যথেষ্ট খাদ্য মজুত আছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৬ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৯
‘বুলবুল’ দুর্গতদের জন্য যথেষ্ট খাদ্য মজুত আছে বক্তব্য রাখছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। ছবি: বাংলানিউজ

নওগাঁ: ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর প্রভাবে ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ সহায়তা দিতে যথেষ্ট খাদ্য মজুত রাখা আছে। চাহিদাপত্র পাওয়া মাত্রই দ্রুত সরবরাহ করতে কর্মকর্তাদের নির্দেশ দেওয়া আছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

রোববার (১০ নভেম্বর) সকালে নওগাঁর নিয়ামতপুর উপজেলার ভাবিচা ইউনিয়নে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে একথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, দুর্গত এলাকার জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।

পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত দুর্গত অঞ্চলের খাদ্য বিভাগে কর্মরত সবার ছুটি বাতিল করে কর্মস্থলে থাকতে বলা হয়েছে।

ভাবিচা ইউনিয়নে সভাপতি আব্দুস ছাত্তার মণ্ডলের সভাপতিত্বে এসময় সেখানে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি শাহিন মনোয়ারা হক, সাংগঠনিক সম্পাদক বিভাষ মজুমদার গোপাল, নিয়ামতপুর উপজেলা চেয়ারম্যান ফরিদ আহমেদসহ উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।  

বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।