ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

ফুলবাড়িয়ায় মহিষের আক্রমণে নিহত ১, আহত ২০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৫ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৯
ফুলবাড়িয়ায় মহিষের আক্রমণে নিহত ১, আহত ২০ মহিষের আক্রমণে নিহত ১, আহত ২০ (প্রতীকি ছবি)

ময়মনসিংহ: ময়মনসিংহের ফুলবাড়িয়ায় হাটে বিক্রি হওয়া এক মহিষ সাধারণ মানুষের ওপর আক্রমণ চালিয়েছে। এ ঘটনায় সানোয়ার হোসেন (৭০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে কমপক্ষে আরও ২০ জন।  

রোববার (১০ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। তবে মধ্যরাত পর্যন্ত চেষ্টা চালিয়েও মহিষটিকে আটক করতে সক্ষম হয়নি স্থানীয় পুলিশ ও ফায়ার সার্ভিস।

 

ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার জানান, বিকেলে পৌর এলাকায় বাজারের গরুর হাটে তোলা হয় বিশাল আকৃতির কালো রঙয়ের একটি মহিষ। এটি  কিনেন কসাই শফিক ও চানু।  মহিষটি জবাই করার আগে হঠাৎ দড়ি ছিঁড়ে মানুষের ওপর আক্রমণ চালায়।  

এসময় মহিষের আক্রমণে সানোয়ারসহ কমপক্ষে ২০ জন আহত হয়।  সানোয়ারকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করলে চিকিৎসাধীন অবস্থায় সেখানে মারা যান তিনি।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘন্টা, নভেম্বর ১১, ২০১৯ 
একে/ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।