ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

লালপুরে চিনিকলের যন্ত্র পরিষ্কার করতে গিয়ে শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৮ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৯
লালপুরে চিনিকলের যন্ত্র পরিষ্কার করতে গিয়ে শ্রমিকের মৃত্যু

নাটোর: নাটোরের লালপুর চিনিকলের ব্যাগিং লাইনের যন্ত্র পরিষ্কার করতে গিয়ে নিরঞ্জন সাহা নিরু (৫২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার (১০ নভেম্বর) দিনগত রাতে এ দুর্ঘটনা ঘটে। নিরঞ্জন লালপুর উপজেলার গোপালপুর পৌর এলাকার মধুবাড়ী মহল্লার বাসিন্দা।

সোমবার (১১ নভেম্বর) সকালে ওই সুগার মিলের ব্যবস্থাপক আব্দুল কাদের বাংলানিউজকে জানান, রোববার দিনগত রাতে চিনিকলের ব্যাগিং লাইনের যন্ত্রে আখের উচ্ছিষ্ট আটকে ত্রুটি দেখা দেয়। এসময় সেখানে কর্মরত শ্রমিক নিরঞ্জন যন্ত্রটি সচল রাখতে ওই উচ্ছিষ্ট পরিষ্কার করতে গেলে লাইনের চেইনের সঙ্গে জড়িয়ে গুরুতর জখম হন। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ভোরে তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।