ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

পটুয়াখালীতে ২৮১০ ঘরবাড়ি বিধ্বস্ত, নিহত ১ নিখোঁজ ১২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৮ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৯
পটুয়াখালীতে ২৮১০ ঘরবাড়ি বিধ্বস্ত, নিহত ১ নিখোঁজ ১২

পটুয়াখালী: ঘূর্ণিঝড় ‘বুলবুল’র তাণ্ডবে লণ্ড-ভণ্ড হয়ে গেছে উপকূলীয় জেলা পটুয়াখালী। বিধ্বস্ত হয়েছে দুই হাজার ৮১০টি ঘরবাড়ি, নিহত একজন ও আহত হয়েছেন দু’জন। এছাড়া কলাপাড়া উপজেলায় নিখোঁজ রয়েছেন মাছধরা ট্রলারসহ ১২ জেলে।

রোববার (১১ নভেম্বর) সকালে পটুয়াখালী জেলা প্রশাসক (ডিসি) মতিউল ইসলাম চৌধুরীর স্বাক্ষরিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে ২৮ হাজার ৫০৮ হেক্টর ফসল, দুই হাজার ৮১০টি ঘরবাড়ি বিধ্বস্ত, গবাদি পশু নিখোঁজ ও ক্ষতি ২০টি, এক হাজার ৪২৮টি হাঁস-মুরগি, দুই লাখ এক হাজার ৩০০টি গাছপালার ক্ষয়-ক্ষতির পরিমাণ উল্লেখ রয়েছে।

 

এতে বলা হয়, ঘূর্ণিঝড়ের কারণে পটুয়াখালীর মির্জাগঞ্জের উত্তর রামপুরা হামেদ ফকির (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন এবং দুমকি উপজেলায় আহত হয়েছেন দু’জন। কলাপাড়া পূর্ব ধানখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় সাইক্লোন শেল্টারে রিজিয়া বেগম (৬৫) বার্ধক্যজনিত কারণে মারা গেছেন।

ঘূর্ণিঝড় ‘বুলবুল’ শনিবার (৯ নভেম্বর) দিনগত রাতে ২টার দিকে উপকূলীয় জেলা পটুয়াখালীতে আঘাত হানে। মুষলধারে বৃষ্টি চলে রোববার (১০ নভেম্বর) বিকেল ৩টা পর্যন্ত। রোববার সকাল থেকে জেলার সব উপজেলার বিদ্যুৎ সংযোগ বিছিন্ন ছিল। সোমবার আকাশ মেঘলা অবস্থায় রয়েছে।

বাংলাদেশ সময়: ০২৩৫ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।