ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

বাহরাইনে নতুন রাষ্ট্রদূত নজরুল ইসলাম

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪০ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৯
বাহরাইনে নতুন রাষ্ট্রদূত নজরুল ইসলাম

ঢাকা: বাহরাইনে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে ড. নজরুল ইসলামকে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। 

সোমবার (১১ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ড. নজরুল ইসলাম বর্তমানে সৌদি আরবের রিয়াদে ডেপুটি চিফ অব মিশন হিসেবে দায়িত্ব পালন করছেন।

তিনি বিসিএস পররাষ্ট্র ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা। এর আগে তিনি দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, লেবানন, ইরাকে বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

ড. নজরুল বাহরাইনে বর্তমানে দায়িত্বরত বাংলাদেশের রাষ্ট্রদূত কে এম মমিনুর রহমানের স্থলাভিষিক্ত হবেন।

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৯
টিআর/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।