ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

আবরার মৃত্যুর তদন্ত প্রতিবেদন জমা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪০ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৯
আবরার মৃত্যুর তদন্ত প্রতিবেদন জমা

ঢাকা: ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী নাঈমুল আবরারের মৃত্যুর পর গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন শিক্ষা মন্ত্রণালয়ের জমা দেওয়া হয়েছে।

সোমবার (১১ নভেম্বর) এই প্রতিবেদন শিক্ষা মন্ত্রণায়ের জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়ার ঘটনা এড়ানোসহ পাঁচ দফা সুপারিশসহ প্রতিষ্ঠানের গঠিত কমিটির প্রতিবেদনে উঠে এসেছে।

গত ১ নভেম্বর কিশোর আলোর একটি অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নবম শ্রেণির শিক্ষার্থী আবরারের মৃত্যু হয়। এ ঘটনা নিয়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছিল।

বাংলাদেশ সময়: ২৩৩৫ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৯
এমআইএইচ/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।