ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

মুক্তি পেল দণ্ডিত ১২১ শিশু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৯ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৯
মুক্তি পেল দণ্ডিত ১২১ শিশু

গাজীপুর: ‌বি‌ভিন্ন সময় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতে দণ্ডিত হয়ে গাজীপু‌রের টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রে থাকা ১২১ শিশু মু‌ক্তি পে‌য়ে‌ছে।

সোমবার (১১ ন‌ভেম্বর) রাত ৯টার দিকে অভিভাবকদের কাছে এসব শিশুদের বুঝিয়ে দেয় শিশু উন্নয়ন কে‌ন্দ্রের কর্তৃপক্ষ।

১২১ শিশুর মধ্যে ১২ বছরের নিচে থাকা ১১ শিশুকে ছেড়ে দেওয়া হয়েছে।

বাকি ১২-১৮ বছর বয়‌সের শিশু‌দের আদালতের মাধ্যমে জামিন দেওয়া হয়েছে।

টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রের তত্ত্বাবধায়ক মোহাম্মদ এহিয়াতুজ্জামান জানান, উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী ১২ বছরের নিচে থাকা ১১ শিশুকে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি যাদের বয়স ১২-১৮ বছর তাদের সংশ্লিষ্ট শিশু আদালতের সন্তুষ্টি সাপেক্ষে ৬ মাসের জামিন দেওয়া হয়েছে। এ বিষয়ে শিশু আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০২৪৭ ঘণ্টা, ন‌ভেম্বর ১২, ২০১৯
আরএস/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।