ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

আসামি ধরতে গিয়ে হামলায় ৩ পুলিশ জখম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৪ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৯
আসামি ধরতে গিয়ে হামলায় ৩ পুলিশ জখম

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে আসামি ধরার সময় তিন পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা।

সোমবার (১২ নভেম্বর) রাতে জেলার তাড়াইল উপজেলার দড়ি জাহাঙ্গিরপুর এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যরা হলেন- তাড়াইল থানার উপ-পরিদর্শক (এসআই) রাজিবুল, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হেমন্ত ও মিজান।

এদের মধ্যে গুরুতর অবস্থায় রাজিবুলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি দু’জন তাড়াইল উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, একটি মামলার আসামিদের ধরতে যায় পুলিশের একটি দল। তখন সন্ত্রাসীরা ধারালো অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা করে। এতে তিন পুলিশ কর্মকর্তা আহত হন। তবে দুই আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।  

পুলিশের ওপর হামলার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। হামলাকারীদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ০২২৬ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।