ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ট্রেন দুর্ঘটনায় আহত শিশুটি খুঁজছে স্বজনদের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৯
ট্রেন দুর্ঘটনায় আহত শিশুটি খুঁজছে স্বজনদের

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় দু’টি ট্রেনের সংঘর্ষের ঘটনায় আহতদের মধ্যে সদর হাসপাতালে চিকিৎসাধীন নাইমা নামে একটি শিশু খুঁজছে সঙ্গে থাকা তার স্বজনদের। 

জানা যায়, শিশু নাইমাকে নিয়ে সিলেট থেকে তার মা কাকলী ও দাদি উদয়ন এক্সপ্রেসে করে চাঁদপুর ফিরছিলেন। পথে দুর্ঘটনার শিকার হয় তাদের ট্রেন।

দুর্ঘটনার পর উদ্ধারকারীরা তাকে হাসপাতালে নিয়ে এলেও এখনো খোঁজ পাওয়া যায়নি তার মা ও দাদির।  

এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় দু’টি ট্রেনের সংঘর্ষের ঘটনায় শেষ খবর পাওয়া ১৬ জন নিহত হওয়ার খবর জানা গেছে। তবে এখানো তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১১০৩ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।