ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

কসবা ট্রেন দুর্ঘটনায় আহত যুবক ঢামেকে ভর্তি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৪ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৯
কসবা ট্রেন দুর্ঘটনায় আহত যুবক ঢামেকে ভর্তি

ঢাকা: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রেন দুর্ঘটনায় আহত মুন্না মিয়া (২৫) নামে এক যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

মঙ্গলবার (১২ নভেম্বর) মুন্নাকে ঢামেকে ভর্তি করা হয়। মৃত মো. ওমর আলীর ছেলে মুন্নার বাড়ি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার মহুল্লসুনাম গ্রামে।

 

মুন্না জানান, তিনি একটি গ্রিলের দোকানে কাজ করেন। সোমবার রাতে কয়েক বন্ধু মিলে ‘উদয়ন এক্সপ্রেস’-এ তারা চট্টগ্রাম যাচ্ছিলেন। পথে দুর্ঘটনার শিকার হন। আহত অবস্থায়ুদ্ধার করে প্রথমে তাকে কুমিল্লা মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছিল। পড়ে স্কেহান থেকে ঢামেকে পাঠানো হয়।  

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, মুন্নার ডান পায়ে আঘাত রয়েছে। তাকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১১৫২ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৯
এজেডএস/এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।