ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

কসবায় ট্রেন দুর্ঘটনা তদন্তে পাঁচটি কমিটি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৫ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৯
কসবায় ট্রেন দুর্ঘটনা তদন্তে পাঁচটি কমিটি দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে গেছে ট্রেন। ছবি: বাংলানিউজ

ঢাকা: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় তূর্ণা নিশীথা ও উদয়ন এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত পাঁচটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে পৃথকভাবে এসব তদন্ত কমিটি গঠন করা হয়। 

রেল সূত্র জানায়, গঠিত পাঁচটি তদন্ত কমিটির মধ্যে বাংলা‌দেশ রেলও‌য়ের দু’টি, রেলপথ মন্ত্রণাল‌য়ের একটি, সরকা‌রি রেলপ‌রিদর্শকের এক‌টি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের একটি।  

সবগুলো কমিটিই দ্রুত তদন্ত শুরু করবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা শরিফুল আলম।

আরও পড়ুন
** কসবায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত ১৫
** কসবায় ট্রেন দুর্ঘটনায় তদন্ত কমিটি​
** সকাল ১১টার পর ট্রেন চলাচল স্বাভাবিক হবে পূর্বাঞ্চলে​
** দুর্ঘটনায় চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
** চালকের ভুলেই ভয়াবহ ট্রেন দুর্ঘটনা

বাংলাদেশ সময়: ১২২৪ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৯
টিএম/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।