ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

কসবা ট্রেন দুর্ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী-আইনমন্ত্রীর শোক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২২ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৯
কসবা ট্রেন দুর্ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী-আইনমন্ত্রীর শোক

ঢাকা: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দু’টি ট্রেনের সংঘর্ষে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করে‌ছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও আইনমন্ত্রী আনিসুল হক।

মঙ্গলবার (১২ নভেম্বর) পৃথক শোকবার্তায় নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন দুই মন্ত্রী। এছাড়াও তারা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।


 
আইনমন্ত্রীর নির্বাচনী এলাকা কসবা এলাকার মন্দবাগ এলাকায় সোমবার (১১ নভেম্বর) রাত সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখী ‘তূর্ণা নিশীথা’র সঙ্গে সিলেট থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা করা ‘উদয়ন এক্সপ্রেস’-এর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এখন পর্যন্ত নিহত ১৬ জন। আহত হয়েছেন শতাধিক।  

বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৯ 
এমআইএইচ/এইচজে 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।