ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

রেল দুর্ঘটনায় মৃত্যু: স্বাস্থ্যমন্ত্রীর শোক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৩ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৯
রেল দুর্ঘটনায় মৃত্যু: স্বাস্থ্যমন্ত্রীর শোক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

ঢাকা:  ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দু’টি ট্রেনের সংঘর্ষে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

মঙ্গলবার (১২ নভেম্বর) স্বাস্থ্যমন্ত্রী এক শোকবার্তায় নিহতদের রূহের মাগফেরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

তিনি শোকসন্তুপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক একইসঙ্গে রেল দুর্ঘটনায় সংশ্লিষ্ট এলাকার হাসপাতালগুলোতে ভর্তি হওয়া আহতদের শতভাগ সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সিভিল সার্জন, চিকিৎসক, নার্স ও কর্মকর্তাদের নির্দেশনা দেন।

বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৯
এমএএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।