ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

কুড়িগ্রামে ২ কোটি টাকার মাদক ধ্বংস করলো বিজিবি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০২ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৯
কুড়িগ্রামে ২ কোটি টাকার মাদক ধ্বংস করলো বিজিবি

কুড়িগ্রাম: কুড়িগ্রামের বিভিন্ন সীমান্ত পথে চোরাইভাবে আসা ১ কোটি ৮৬ লাখ ৬০ হাজার ১৩০ টাকার বিভিন্ন রকমের মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের ক্যাম্পাসে এসব ধ্বংস করা হয়।
 
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি রংপুর রিজিয়ন কমান্ডার অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল বেনজির আহমেদ।

 

কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বিজিবি রংপুর সেক্টর কমান্ডার উপ-মহাপরিচালক কর্নেল আবু জাহিদ সিদ্দিকী, জেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য জাফর আলী, পুলিশ সুপার মহিবুল ইসলাম খান, সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জিলুফা সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার মেনহাজুল আলম, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু প্রমুখ।  

২০১৫ সালের ১ জানুয়ারি থেকে ২০১৯ সালের ৩১ জুলাই পর্যন্ত উদ্ধারকৃত মাদকদ্রব্যের মধ্যে ছিল ৪২ লাখ ৪৫ হাজার ২০০ টাকা মূল্যের ১০ হাজার ৬১৩ বোতল ফেনসিডিল, ১ কোটি ১৪ লাখ ৮৭ হাজার টাকার ৭ হাজার ৬৫৮ বোতল মদ, ২৪ লাখ ৫৯ হাজার ৩৮০ টাকার ৭০২ কেজি ৬৮ গ্রাম গাঁজা, ৫৫ হাজার ৮০০ টাকার ১৮৬ পিস ইয়াবা, ৪ লাখ ৬ হাজার ৮০০ টাকার ১ হাজার ১৭ বোতল সিরাপ, ৫ হাজার ৫০০ টাকার ২২ ক্যান বিয়ার ও ৪৫০ টাকার ৯০ প্যাকেট খৈনি।

বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াকর্মীসহ শিক্ষার্থীদের উপস্থিতিতে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৯
এফইএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।