ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ওসমানী মেডিক্যালের ২ কর্মকর্তাসহ চারজনের বিরুদ্ধে চার্জশিট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৫ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৯
ওসমানী মেডিক্যালের ২ কর্মকর্তাসহ চারজনের বিরুদ্ধে চার্জশিট

ঢাকা: দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের দুই কর্মকর্তাসহ চারজনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (১২ নভেম্বর) মামলার তদন্তকারী কর্মকর্তা মাহবুবুল আলম সিলেটের সংশ্লিষ্ট আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন।

আসামিরা হলেন- আত্মসাতের অভিযোগে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের সাবেক উপ-পরিচালক ডা. মো. আব্দুস ছালাম, সাবেক হিসাবরক্ষক আব্দুল কুদ্দুছ আটিয়া, মেসার্স প্রাইম এন্টারপ্রাইজের প্রোপাইটর জাকির হোসেন ও আব্দুল কুদ্দুস আটিয়ার ছেলে আরিফ আহমেদ।

চার্জশিটে বলা হয়, আসামিরা  পরস্পর যোগসাজশে ২০১৫-১৬ অর্থবছরে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে কথিত এমএসআর সামগ্রী সরবরাহের নামে অসৎ উদ্দেশ্যে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, প্রতারণা, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারপূর্বক ২৪টি ভুয়া বিলের মাধ্যমে সরকারি এক কোটি ৫৭ লাখ ৯৬ হাজার ৬৪ টাকা উত্তোলন ও আত্মসাৎ করেছেন।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৯
ডিএন/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।