ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বাড্ডায় গুলিতে আহত আরও এক ডাকাতের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২০ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৯
বাড্ডায় গুলিতে আহত আরও এক ডাকাতের মৃত্যু

ঢাকা: রাজধানীর বাড্ডায় ডাকাতির প্রস্তুতিকালে গোয়েন্দা (ডিবি) পুলিশের সঙ্গে গুলি বিনিময়ের ঘটনায় আহত কামাল (৫০) নামে আরও এক ডাকাতের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুজামান বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গত ৭ নভেম্বর দিনগত রাত ২টার দিকে বাড্ডা ও ভাটারা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে গোয়েন্দা (ডিবি) পুলিশের সঙ্গে ডাকাত সদস্যদের গুলি বিনিময়ের ঘটনা ঘটে।

এ ঘটনায় ওইদিন রাতেই ফরহাদ নামে গুলিবিদ্ধ এক ডাকাতের মৃত্যু হয়।

তিনি আরও বলেন, গুলিবিদ্ধ কালাম চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) মারা গেছেন। বিষয়টি ডিবি পুলিশ দেখছে।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৯
এজেডএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।