ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

নৌ স্বাধীনতায় বিশ্বাস করে ভারত: রীভা গাঙ্গুলি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১০ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৯
নৌ স্বাধীনতায় বিশ্বাস করে ভারত: রীভা গাঙ্গুলি অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ, ছবি: বাংলানিউজ

ঢাকা: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ বলেছেন, ইন্দো প্যাসিফিক অঞ্চলে ভারত নৌ সংক্রান্ত স্বাধীনতায় বিশ্বাস করে। আন্তর্জাতিক আইন অনুসারে এ অঞ্চলের প্রতিটি দেশের নৌ নিরাপত্তাকে সম্মান করে ভারত।

মঙ্গলবার (১২ নভেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত ঢাকা গ্লোবাল ডায়লগে তিনি এ কথা বলেন। ঢাকা গ্লোবাল ডায়লগে ‘ইন্দো প্যাসিফিক সংযোগ: অবকাঠামো ও প্রভাব’- শীর্ষক পর্বে বক্তব্য রাখেন ভারতীয় হাইকমিশনার।

এ সময় তিনি বলেন, ইন্দো প্যাসিফিক অঞ্চলে নৌ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতসহ এই অঞ্চলের দেশগুলোর নৌ খাতের অর্থনৈতিক ও ভৌগলিক গুরুত্ব রয়েছে। এ হিসেবে ইন্দো প্যাসিফিক অঞ্চলে ভারত নৌ সংক্রান্ত স্বাধীনতায় বিশ্বাস করে। আন্তর্জাতিক আইন অনুসারে এই অঞ্চলের প্রতিটি দেশের নৌ নিরাপত্তাকে সম্মানও করে ভারত।

রীভা গাঙ্গুলি দাশ বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে কানেকটিভিটিকেও বিশেষ গুরুত্ব দিচ্ছি আমরা। কানেকটিভিটির মধ্যে দিয়ে দুই দেশই লাভবান হবে। এছাড়া কানেকটিভিটির ফলে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলোও লাভবান হবে বলে তিনি মনে করেন।

এ পর্বে আরও বক্তব্য রাখেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, ভারতের সংসদ সদস্য মনীষ তেওয়ারী ও ফুদান ইউনিভার্সিটির অধ্যাপক মিনওয়াং লিন।

সোমবার (১১ নভেম্বর) ঢাকা গ্লোবাল ডায়লগের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিস) ও ভারতের অবজারভার রিসার্চ ফাউন্ডেশন (ওআরএফ) যৌথভাবে এই ডায়লগের আয়োজন করেছে। বুধবার (১৩ নভেম্বর) এই ডায়লগ শেষ হবে।

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৯
টিআর/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।