ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সুন্দরবনে অনুপ্রবেশের অভিযোগে আটক ৫৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৭ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৯
সুন্দরবনে অনুপ্রবেশের অভিযোগে আটক ৫৫

বাগেরহাট: সুন্দরবনে অবৈধ প্রবেশের অভিযোগে ৪টি ট্রলারসহ ৫৫ জনকে আটক করেছে বন বিভাগ। বুধবার (১৩ নভেম্বর) ভোরে সুন্দরবনের পশুর চ্যানেলের হারবাড়িয়া এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকদের বাড়ি রামপাল ও মোংলা উপজেলার বিভিন্ন এলাকায়।

এ নিয়ে গত ৮ দিনে সুন্দরবনে অবৈধ প্রবেশের দায়ে ১৯৬ জনকে আটক করল বন বিভাগ। এর মধ্যে ৫ নভেম্বর ৬০ জন, ১০ নভেম্বর ৪৯ জন, ১২ নভেম্বর ৩২ জনকে আটক করে বন বিভাগ।

আটকদের প্রত্যেকের কাছ থেকে ১০ হাজার টাকা করে মোট ১৯ লাখ ৬০ হাজার টাকা জরিমানা আদায় করে বন বিভাগ।

পূর্ব সুন্দরবনের বিভাগীয় সহকারী বন সংরক্ষক শাহিন কবির জানান, মোংলা-রামপাল উপজেলার বিভিন্ন এলাকার লোক বন বিভাগের পাস-পারমিট না নিয়ে সুন্দরবনে প্রবেশ করে। যা বন আইনে অন্যতম অপরাধ। এদের আটক করে আমরা আইনের আওতায় এনেছি। বন আইনে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও বলেন, রাস মেলা উপলক্ষে, বনের ভেতর থেকে মাছ ও হরিণ শিকারের উদ্দেশ্যে এরা সুন্দরবনে প্রবেশ করেছিল।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।