ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

চতুর্থ শিল্পবিপ্লবের মানদণ্ড তৈরিতে ইউনেস্কোর প্রতি আহ্বান

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৩ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৯
চতুর্থ শিল্পবিপ্লবের মানদণ্ড তৈরিতে ইউনেস্কোর প্রতি আহ্বান প্যারিসে ইউনেস্কোর ৪০তম সাধারণ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

ঢাকা: চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় একটি নৈতিক মানদণ্ড তৈরি করতে ইউনেস্কোর প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বুধবার (১৩ নভেম্বর) ফ্রান্সের প্যারিসে ইউনেস্কোর সদর দপ্তরে সংস্থাটির ৪০তম সাধারণ সম্মেলনে বাংলাদেশের বক্তব্য উপস্থাপনের সময় তিনি এ আহ্বান জানান। শিক্ষা মন্ত্রণালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মানসম্মত শিক্ষা অর্জনে বাংলাদেশ সারা বিশ্বে রোল মডেল হবে। এ লক্ষ্যে বাংলাদেশ শিক্ষাব্যবস্থায় ব্যাপক সংস্কার কাজ চালিয়ে  যাচ্ছে।  

চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ আইসিটি শিক্ষায় খুব গুরুত্ব দিচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, প্রাইমারি ও সেকেন্ডারি লেভেলে ডিজিটাল ক্লাসরুম স্থাপনসহ ডিজিটাল সেন্টার চালু করা হয়েছে। মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের প্রশিক্ষণের পাশাপাশি কারিকুলাম ডেভেলপমেন্টের কাজ চলছে।

তিনি বলেন, বাংলাদেশের প্রান্তিক জনপদেও আইসিটি শিক্ষা চালু করা হয়েছে। বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নিজের ভাষায় শিক্ষায় জোর দেওয়া হয়েছে।  

ইউনেস্কোতে তুরস্কের রাষ্ট্রদূত আহমেত আলতাই জেনগিজেরের সভাপতিত্বে সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি হিসাবে অংশগ্রহণ করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সোহরাব হোসাইন, ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন ও বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল মো. মনজুর হোসেন।

মঙ্গলবার জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ইউনেস্কোর ৪০তম সাধারণ সম্মেলনের উদ্বোধন করেন। সারা বিশ্বের ১৯৩ দেশ এ কনফারেন্সে অংশগ্রহণ করেছে।

বাংলাদেশ সময়: ২৩০২ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৯
এমআইএইচ/এবি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।