ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

পরীক্ষার খাতা নিয়ে ফেরার পথে দুর্ঘটনায় হল সুপারসহ আহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৬ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৯
পরীক্ষার খাতা নিয়ে ফেরার পথে দুর্ঘটনায় হল সুপারসহ আহত ৩ ছবি: প্রতীকী

নারায়ণগঞ্জ: নারায়গঞ্জের আড়াইহাজারে পিএসসি পরীক্ষা শেষে খাতা নিয়ে শিক্ষা অফিসে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় হল সুপারসহ তিনজন আহত হয়েছেন। 

মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুর পৌনে ২টায় উপজেলার ফতেহপুর ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

শিক্ষক সমিতির সভাপতি লোকমান হোসেন বাংলানিউজকে বলেন, সুলতানসাদী সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে পিএসসি পরীক্ষার খাতা নিয়ে একটি অটোরিকশা দিয়ে ওই কেন্দ্রের হল সুপার মো. এমদাদ, সহকারী হল সুপার সাহিদা বেগম ও কনস্টেবল ফজলু মিয়া উপজেলা শিক্ষা অফিসে ফিরছিলেন।

তখন তাদের বহন করা গাড়িটি উল্টে রাস্তার পাশে পড়ে যায়। তাদের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে আড়াইহাজার হাসপাতালে নিয়ে যান। কনস্টেবল ফজলু মিয়ার অবস্থা গুরুতর হওয়ায় তাকে জবেদ আলী হাসপাতালে পাঠানো হয়। বাকি দুইজনকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। খবর পেয়ে সহকারী শিক্ষা অফিসার মো. আলী আকবর সিকদার ও শিক্ষক নেতা রাসেল মিয়া হাসপাতালে ছুটে যান।

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৯
এমআরপি/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।