ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

এনায়েতপুরে গণধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৬ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৯
এনায়েতপুরে গণধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের এনায়েতপুরে গৃহবধূকে গণধর্ষণ মামলার প্রধান আসামি আলী হোসেনকে (২৩) গ্রেফতার করেছে পুলিশ। 

সোমবার (১৮ নভেম্বর) দিনগত রাতে জেলার বেলকুচি উপজেলার আজুগড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আলী একই উপজেলার গোপরেখী গ্রামের মৃত শহীদ আলীর ছেলে।

 

এনায়েতপুর থানার পরিদর্শক (তদন্ত) কে এম রাকিবুল হুদা বাংলানিউজকে জানান, ২০১৯ সালের ১৫ সেপ্টেম্বর দুপুরে গোপরেখী গ্রামের তাঁত শ্রমিক মনিরুজ্জামান মনির স্ত্রী মৌটুসী খাতুনকে কৌশলে একই গ্রামের রশনাই আলীর ছেলে আব্দুর রহিমের বাড়িতে ডেকে যায় আলী। পরে রহিম ও আলী দু’জন মিলে ওই গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ করেন। এ ঘটনায় ভিকটিম নিজেই বাদী হয়ে ওই দু’জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।  

মামলার পর থেকে উভয় আসামি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে আজুগড়ায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি আলীকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।