ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে রেলওয়ের অভিযানে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪১ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৯
ময়মনসিংহে রেলওয়ের অভিযানে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

ময়মনসিংহ: ময়মনসিংহ রেলওয়ে জংশন স্টেশন এলাকায় দ্বিতীয় দিনের মতো অভিযান চালিয়ে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে রেলওয়ের ভূ-সম্পদ বিভাগ।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে দ্বিতীয় দিনের অভিযান শুরু হয়। এদিন রেলওয়ের জায়গা দখল করে গড়ে ওঠা অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন রেলওয়ের ভূ-সম্পদ বিভাগের ঢাকা বিভাগীয় কর্মকর্তা নজরুল ইসলাম ও এ এম সালাউদ্দিন।

এর আগে সোমবার (১৮ নভেম্বর) দিনব্যাপী অভিযানে আধাপাকা-পাকা দোকানপাটসহ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৯
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।