ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২২ বছর পূর্তিতে নানা কর্মসূচি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৭ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৯
পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২২ বছর পূর্তিতে নানা কর্মসূচি

খাগড়াছড়ি: আগামী ২ ডিসেম্বর (সোমবার) ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২২ বছর পূর্তি উপলক্ষে তিন দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ। এবার চুক্তির সাফল্য ও অর্জন নিয়ে মেলার আয়োজন করা হয়েছে। পাশাপাশি, বর্ণাঢ্য শোভাযাত্রা ও কনসার্টের আয়োজনও থাকবে। 

মঙ্গলবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে পার্বত্য জেলা পরিষদ হলরুমে আয়োজিত প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।  
 
সভায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সেনাবাহিনীর খাগড়াছড়ি জোনের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আরাফাত হোসেন, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা টিটন খীসা ও উপজেলা চেয়ারম্যান শানে আলম।


 
এছাড়া অনুষ্ঠান আয়োজন বিষয়ে নিজেদের মতামত দেন জেলা পরিষদ সদস্য, পদস্থ সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সামাজিক ও রাজনৈতিক নেতা এবং সাংবাদিকরা।  
 
পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৯৭ সালের ২ ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরিত হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৯
এডি/কেএসডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।