ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

শার্শায় ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩২ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৯
শার্শায় ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার

বেনাপোল (যশোর): যশোরের শার্শা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ভিন্ন ভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আট আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- শার্শা থানার কন্যাদহ গ্রামের রহমত বদ্দির ছেলে পলাশ বদ্দি (৪২), কাশিপুর গ্রামের ফজর আলীর ছেলে বাবুল মিয়া (৪৫), চটকাপোতা গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী রোমেছা খাতুন (৪৭), একই গ্রামের নজরুল ইসলামের স্ত্রী রিজিয়া খাতুন (৪৩), মফিজুর রহমানের স্ত্রী জামিলা খাতুন (৩৫), রাজনগর গ্রামের খোরশেদের ছেলে জুয়েল রানা (৫০), সমন্ধকাঠি গ্রামের মজিদের ছেলে ট্রিপন (৪০) ও ধলদা গ্রামের লাবুর স্ত্রী ফরিদা খাতুন (৪৫)।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ভিন্ন ভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ওই আট পলাতক আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।