ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

আকদের আগে পালালেন প্রেমিক, আত্মহত্যাচেষ্টা প্রেমিকার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৩ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৯
আকদের আগে পালালেন প্রেমিক, আত্মহত্যাচেষ্টা প্রেমিকার

বরিশাল: প্রেমের সম্পর্কের পর দু’জনের বিয়ে ঠিক হয়। প্রাথমিকভাবে ঠিক করা হয় আকদের দিন। কিন্তু হঠাৎ পালিয়ে যান প্রেমিক কাশেম আলী। এজন্য অভিমানে গায়ে আগুন দিয়ে আত্মহননের চেষ্টা করেছেন প্রেমিকা। 

বরিশালের বাবুগঞ্জে মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে ওই তরুণী আত্মহত্যার চেষ্টা করলে তাকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালের বার্ন ইউনিটে করা হয়। সেই তরুণী বাবুগঞ্জের বাদলা এলাকার বাসিন্দা।

স্বজনরা জানান, কুড়ালিয়া এলাকার বাসিন্দা রহম আলী হাওলাদারের ছেলে কাশেম আলী বাদলায় তার নানা বাড়িতে থাকতেন। সেই সুবাদে ওই তরুণীর সঙ্গে কাশেমের প্রেমের সম্পর্ক হয়। একপর্যায়ে তাদের আকদের দিন ঠিক করা হয়। কিন্তু হঠাৎ করেই কাশেম পালিয়ে যান। এতে অভিমান করে সেই তরুণী ঘরে নিজের শরীরে আগুন দিয়ে মঙ্গলবার রাত ৯টার দিকে আত্মহত্যার চেষ্টা করেন। তাকে গুরুতর আহতাবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের চিকিৎসকরা জানান, বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। তার শরীরের ২৫ শতাংশই পুড়ে গেছে।

বরিশাল এয়ারপোর্ট থানা পুলিশের ওসি (তদন্ত) আব্দুর রহমান মুকুল বাংলানিউজকে জানান, এই ঘটনায় বুধবার (২৭ নভেম্বর) সেই তরুণীর মা ছয়জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।

বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৯
এমএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।