ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

পঞ্চগড়ে ইজিবাইক-ট্রাক্টরের সংঘর্ষে নারীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৫ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৯
পঞ্চগড়ে ইজিবাইক-ট্রাক্টরের সংঘর্ষে নারীর মৃত্যু

পঞ্চগড়: পঞ্চগড়ে ইজিবাইক ও ট্রাক্টরের সংঘর্ষে জাহেরা খাতুন (৪৬) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই নারীর স্বামীসহ ইজিবাইকের অপর চার আরোহী আহত হয়েছেন।

বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের গইতপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহেরা ওই ইউনিয়নের ফুটকিপাড়া এলাকার মজিবর রহমানের স্ত্রী।

আহতরা হলেন- ফুটকিপাড়া এলাকার আব্দুল বারেকের ছেলে ও মৃত জাহেরার স্বামী মজিবর রহমান (৫৫), একই এলাকার আব্দুল সাত্তারের ছেলে জসিম উদ্দন (৪০), সিংপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে মাসুদ রানা (৩৩), সায়েব বাজার এলাকার আলমের ছেলে নয়ন ইসলাম (৩০)। এদের মধ্যে নয়নের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রংপুর মেডিকেলে কলেজ (রমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

পঞ্চগড় সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ আলম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।