ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

করিমগঞ্জে প্রতিপক্ষের হামলায় যুবক গুরুতর আহত, ঢাকায় প্রেরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৮ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৯
করিমগঞ্জে প্রতিপক্ষের হামলায় যুবক গুরুতর আহত, ঢাকায় প্রেরণ

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় প্রতিপক্ষের হামলায় রাসেল খান (২৮) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। পরিবারের লোকজন তাকে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকের পরামর্শে ঢাকা পঙ্গু হাসপাতালে নিয়ে গেছেন।

সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যার পর মামলা সংক্রান্ত বিরোধসহ নানা বিষয় নিয়ে উপজেলার জয়কা এলাকার বাড়ির সামনের রাস্তায় এ হামলার ঘটনা ঘটে।  

আহত রাসেল খান উপজেলার জয়কা এলাকার আব্দুল মালেক খানের ছেলে।

 

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, মামলাসহ নানা বিষয় নিয়ে রাসেল খানের পরিবারের সঙ্গে একই এলাকার আবুল কালাম ভুইয়াদের বিরোধ চলছিলো। এর জের ধরে সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যার পর আবুল কালাম ভুইয়ার নেতৃত্বে কয়েকজন মিলে দেশীয় অস্ত্র নিয়ে রাসেল খানের ওপর হামলা চালায়। এতে রাসেল খান গুরুতর জখম হয়। পরে তাকে উদ্ধার করে ওই দিনই কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে পরিবারের লোকজন তাকে উন্নত চিকিৎসার জন্য বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যার পর ঢাকা পঙ্গু হাসপাতালে নিয়ে গেছেন।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বাংলানিউজকে জানান, এ ঘটনায় আহত রাসেল খানের ভাই সোহেল খান বাদী হয়ে আবুল কালাম ভুইয়াসহ আরও কয়েকজনের বিরুদ্ধে  থানায় একটি মামলা দায়ের করেছেন। আসামিদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময় : ২০৩৭ ঘন্টা, ২৭ নভেম্বর, ২০১৯ 
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।