ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই আরোহী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৫ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৯
গাজীপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই আরোহী নিহত

গাজীপুর: গাজীপুর সদর উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই আরোহী নিহত হয়েছেন। 

বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার আঙ্গুটিয়ারচালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দু’জন হলেন- গাজীপুর সদর উপজেলার আঙ্গুটিয়ারচালা এলাকার সফিউল্লাহর ছেলে শরীফুল ইসলাম (৩৫) ও একই এলাকার মোক্তার হোসেনের ছেলে মোয়াজ্জেম হোসেন (৩৮)।

জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর বাংলানিউজকে জানান, গাজীপুর সদর উপজেলার মির্জাপুর বাজার থেকে শরীফুল ও মোয়াজ্জেম মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। উপজেলার আঙ্গুটিয়ারচালায় এলাকায় পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে তারা দু’জন গুরুতর আহত হন। পরে স্থানীয় দু’জনকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসক ঘোষণা করেন।  

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান এসআই আলমগীর।

বাংলাদেশ সময়: ০১৩৫ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৯ 
আরএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।