ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ধামরাইয়ে পুলিশের আইসি-এএসআইকে প্রত্যাহার

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৯
ধামরাইয়ে পুলিশের আইসি-এএসআইকে প্রত্যাহার ধামরাইয়ের কাওয়ালীপাড়া তদন্তকেন্দ্র। ছবি: বাংলানিউজ

ধামরাই (ঢাকা): ঢাকার ধামরাইয়ের কাওয়ালীপাড়া তদন্তকেন্দ্রের (আইসি) ও উপ-পরিদর্শক (এসআই) একেএম ফজলুল হক ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শামীম নামে দুই পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে।

বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় তাদের প্রত্যাহার করা হয়।  

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিপক চন্দ্র সাহা বাংলানিউজকে বলেন, ওই দুই কর্মকর্তার বিষয়ে পুলিশ সুপার স্যারের (এসপি) কাছে সুনির্দিষ্ট কিছু তথ্য রয়েছে।

সেই তথ্য অনুযায়ী তদন্ত চলছে। তাদের আপাতত প্রত্যাহার করা হয়েছে। আর ওই তদন্তকেন্দ্রে নতুন একজন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রত্যাহার করার কারণ জানতে চাইলে তিনি বলেন, সুনির্দিষ্ট কারণ অনুসন্ধান না হওয়া পর্যন্ত এ বিষয়ে কিছু বলতে পারছি না।

বাংলাদেশ সময়: ০৫০০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৯
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।