ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

তুরাগ নদ থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৯
তুরাগ নদ থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানাধীন বাইমাইল নদীরপাড় এলাকায় তুরাগ নদ থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বেলা ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সাঈদ জানান, সকালে বাইমাইল নদীরপাড় এলাকায় তুরাগ নদে ওই ব্যক্তির মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী।

পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। নিহতের পরিচয় জানা যায়নি। ধারণা করা হচ্ছে ১০ থেকে ১৫ দিন আগে তার মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর কারণ জানা যায়নি। ময়নাতদন্তের জন্যর মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৯
আরএস/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।