ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

মহেশপুর সীমান্তে ৬ বাংলাদেশি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪১ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৯
মহেশপুর সীমান্তে ৬ বাংলাদেশি আটক

ঝিনাইদহ: ঝিনাইদহ জেলার মহেশপুর সীমান্তে বাংলাদেশে অনুপ্রবেশের অপরাধে ছয়জন বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে উপজেলার সীমান্ত পিলার ৬১/১৮ থেকে ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পিপুলবাড়ীয়া গ্রামের মাঠ থেকে তাদের আটক করা হয়।  

আটকের মধ্যে একজন পুরুষ, একজন নারী ও চারশিশু রয়েছে।

তারা কক্সবাজার জেলার টেকনাফের বাসিন্দা।

মহেশপুর খালিশপুর ৫৮ ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক (উপ-অধিনায়ক) কামরুল হাসান বাংলানিউজকে জানান, তারা কাজের সন্ধ্যানে ভারতে যান। সেখানে থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশকালে তাদের আটক করা হয়। এ নিয়ে ৫৮ ব্যাটালিয়ানের আওতায় ঝিনাইদহ সীমান্তে অবৈধ প্রবেশের সময় মোট ২৪৮ জনকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৩৪ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।